প্রকাশিত: Tue, May 23, 2023 4:45 PM
আপডেট: Tue, Jul 1, 2025 8:31 AM

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা চাঁদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিবি প্রধান

মাসুদ আলম: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আত্মগোপনে আছেন। তাকে গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার পর তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। আমরা তাকে খুঁজতে সর্বোচ্চ চেষ্টা করছি। চাঁদ যাতে দেশ ছেড়ে যেতে না পারেন সে বিষয়েও প্রশাসন সতর্ক আছে।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে এক জনসভায়  শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এ ঘটনায় রাজশাহী ও নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব